• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রাঙ্গাকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী

বঙ্গবন্ধুর কারণে আপনি চিফ হুইপ হতে পেরেছেন

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৭ | আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫০
নিজস্ব প্রতিবেদক

সাবেক নৌপরিবহন মন্ত্রী ও সরকারদলীয় সংসদ সদস্য শাজাহান খান ৭১ বিধিতে নির্ধারিত ২ মিনিটের বেশি কথা বলায় আপত্তি জানালেন বিরোধী দলীয় চিফ হুইপ সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। রোববার (১৭ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ ঘটনা ঘটে।

জাতীয় সংসদে ৭১ বিধিতে কথা বলার সুযোগ পান শাজাহান খান। সংসদের কার্যাপ্রণালি বিধি অনুযায়ী এ ধারায় দুই মিনিটের বেশি কেউ কথা বলতে পারেন না। কিন্তু সংসদের বৈঠকের সভাপতিত্বে থাকা ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া তাকে কথা বলার জন্য বেশি সময় দেন। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ প্রতিবাদ করেন।

সম্পর্কিত খবর

    শাজাহান খানের বক্তব্য শেষ হওয়ার পরপরই ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলেছেন- বিধায় আপনাকে ২ মিনিটের বেশি কথা বলার সুযোগ দিয়েছি। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা মাইক ছাড়াই অতিরিক্ত সময় কথা বলতে দেয়ার বিষয়ে আপত্তি জানান।

    আপত্তি জানানোর পর ডেপুটি স্পিকার বলেন, উনি (শাজাহান খান) বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলেছেন বিধায় তাকে দুই মিনিটের বেশি কথা বলতে দিয়েছি। আপনি (রাঙ্গা) কি বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলা নিয়ে আপত্তি করছেন? বঙ্গবন্ধুর কারণে আপনি চিফ হুইপ হতে পেরেছেন। তা না হলে আপনি চিফ হুইপ হতে পারতেন না।

    পরে মসিউর রহমান রাঙ্গা বলেন, আমি বঙ্গবন্ধুর বিষয়ে কথা বলার জন্য আপত্তি করিনি। আমি বলতে চেয়েছি, দুই মিনিটের বেশি কথা বলা নিয়ে। আমারও ৭১ বিধিতে নোটিশ আছে। সময়ের কারণে এর আগে আমি কথা বলতে পারিনি। সেই বিষয়টি বলতে চেয়েছি।

    /অ-ভি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close