• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

একুশে ফেব্রুয়ারি ঘিরে জঙ্গি হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১২
নিজস্ব প্রতিবেদক

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (১৯ ফেব্রুারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন করা হচ্ছে। শহীদ মিনারে প্রবেশের আশপাশ এলাকার তল্লাশি চৌকি স্থাপন করা হবে। শহীদ দিবসের আগের দিন গোটা এলাকা সুইপিং করবে ডগ স্কোয়াড।

এ ছাড়া একুশে ফেব্রুয়ারির দিন ডগ স্কোয়াড, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ, সোয়াট এবং বোম্ব ডিস্বোজাল ইউনিট প্রস্তুত রাখা হবে বলে জানান তিনি।

আছাদুজ্জামান মিয়া জানান, একুশে ফেব্রুয়ারির দিন শহীদ মিনারের নিরাপত্তায় ছয় হাজারসহ ঢাকা শহরের মোট ১৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে।


পিবিডি/এসএম

ডিএমপি কমিশনার,আছাদুজ্জামান মিয়া,পুলিশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close