• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশ থেকে শ্রমশক্তি রপ্তানি করবে কোরিয়া

প্রকাশ:  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৮
নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে কোরিয়ান সংসদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার কোরিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ গ্রুপের ভাইস চেয়ারম্যান মিন খিয়াংউক এমপির নেতৃত্বে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় সংসদীয় কার্যক্রম, বিনিয়োগ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও কোরিয়ায় বাংলাদেশী শ্রমিক নিয়োগ নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর মধ্যে কোরিয়া অন্যতম।

তিনি বলেন, কোরিয়াতে বাংলাদেশী প্রবাসীরা মর্যাদা ও সুনামের সঙ্গে কাজ করছে- যা আমাদের অর্থনীতির চাকাকে গতিশীল রাখছে।

পিবিডি/টিএইচ

কোরিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close