• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চতুর্থ ধাপের তফসিল ঘোষণা

১২২ উপজেলায় ভোটগ্রহণ ৩১ মার্চ

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৩
নিজস্ব প্রতিবেদক

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ১২২টি উপজেলায় ভোটগ্রহণ ৩১ মার্চ অনুষ্ঠিত হবে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।

হেলালুদ্দীন আহমদ বলেন, চতুর্থ ধাপে বরিশাল, খুলনা, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রামের ১৬ জেলার ১২২ উপজেলায় ভোটগ্রহণ হবে। এখানকার সদর উপজেলাগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ও তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ২৪ মার্চ ভোটগ্রহণ করা হবে।

তৃতীয় ধাপ থেকে সদর উপজেলাগুলোয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হবে। এক্ষেত্র তৃতীয় ধাপে সাত উপজেলায় যন্ত্রে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। চতুর্থ ধাপে ১৬ উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হবে।


পিবিডি/এসএম

উপজেলা নির্বাচন,ইসি,ইসি সচিব হেলালুদ্দীন আহমদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close