• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আন্তর্জাতিক গণমাধ্যমে চকবাজারের অগ্নিকাণ্ডের খবর

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৮ | আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১২
আন্তর্জাতিক ডেস্ক

রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭০টি লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বলছে, আগুন পুরোপুরি নেভেনি। কিছু কিছু জায়গায় এখনও জ্বলছে। তবে আগুন নিয়ন্ত্রণে আছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালেই আল-জাজিরা, বিবিসি নিউজ, টাইমস অব ইন্ডিয়া, সিবিসি নিউজ বহু আন্তর্জাতিক মাধ্যমে গুরুত্ব দেয়া হয়।

ফায়ার সার্ভিসের সূত্র দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৬৯ উল্লেখ করা হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে উল্লেখ করে বলা হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীর ঢাকার শতবর্ষের পুরনো ভবনে আগুন লেগে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বিবিসির খবরে মৃতের সংখ্যা ৬০ জন উল্লেখ করে বলা হয়েছে, রাসায়নিক গুদামে আগুন লাগায় এ ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার পর স্থানীয় সড়কে প্রচুর জ্যাম থাকায় উদ্ধারকার দ্রুত করা সম্ভব হয়নি। এতে হতাহতের পরিমাণ বাড়ছে।

টাইস অব ইন্ডিয়ার খবরে মৃতের সংখ্যা ৫৬ উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সরু রাস্তার কারণে ক্ষয়ক্ষতি বেড়েছে বলে তারাও প্রতিবেদনে উল্লেখ করেছে।

সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঢাকার চকবাজারের বিধ্বংসী আগুনে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। আবাসনটিকে রাসায়নিক গুদামঘর হিসেবেও ব্যবহার করার কথা উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়ি হাট্টা শাহী মসজিদের সামনে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট চারঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়।


পিবিডি/এসএম

চকবাজার,আগুন,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close