• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চকবাজারে ৪২ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগের কাজ শুরু

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৫ | আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২০
নিজস্ব প্রতিবেদক

প্রায় ৪২ ঘণ্টা পর পুরান ঢাকার চকবাজার চুরিহাট্টা এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে চুরিহাট্টার আশেপাশের রোডগুলোতে বিদ্যুত সংযোগের কাজ করছে কর্তৃপক্ষ।

বিকেল সাড়ে ৪টায় শুরু হয় চুরিহাট্টা মসজিদের পাশে থাকা ট্রান্সফরমার স্থাপন ও বিদ্যুতের তার লাগানোর কাজ।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পরপরই পুরো চকবাজার এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ। বিদ্যুৎ না থাকার ফলে ঘটনার দিন পানি সংকটে পড়তে হয় ফায়ার সার্ভিসকে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় আশেপাশের মানুষকে চরম বিপাকে পরতে হয়। দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য পানিও পাচ্ছিলেন না এলাকাবাসী। ফলে রান্না, গোসল, ওযু করাসহ কোনো কাজই করতে পারছিলেন না এলাকাবাসী।

পিবিডি/টিএইচ

বিদ্যুৎ সংযোগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close