• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

চকবাজার ট্রাজেডি: দগ্ধ ৩ রোগীকে ছাড়পত্র

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৩
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে তিনজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। তারা হচ্ছেন- ট্রলি চালক মোহাম্মদ হেলাল সিকদার ও রিকশার যাত্রী হাজী মোহাম্মদ সালাউদ্দিন ও মোজাফফর উদ্দিন (৩২)।

বুধবার (২৭ ফ্রেরুয়ারি) দুপুরে বার্ন ইউনিটের চিকিৎসক মো. নোয়াজেশ খান গণমাধ্যমকে ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চুড়িহাট্টা অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি সাত জনের মধ্যে তিন জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে, তারা বাড়ি চলে গেছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে এদের মধ্যে একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল আছে আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি।

ছাড়পত্র পাওয়াদের নিয়মিত ফলোআপে থাকতে হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার অভিযান চলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হন। আহতদের মধ্যে অনেককে ঢামেক হাসপতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুজন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ৬৯ জনে।

পিবিডি/এসএম

চকবাজার ট্রাজেডি,চকবাজার,ঢামেক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close