• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

৭ মার্চ মুক্তির লক্ষ্যে জেগে উঠার দিন: বিএসএমএমইউ ভিসি

প্রকাশ:  ০৭ মার্চ ২০১৯, ১৩:৩১
নিজস্ব প্রতিবেদক
ডা. কনক কান্তি বড়ুয়া। ফাইল ছবি

ঐতিহাসিক ৭ মার্চ উজ্জীবিত হওয়ার দিন। মুক্তির লক্ষ্যে জেগে উঠার দিন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণই বাঙালি জাতিকে স্বাধীনতার চূড়ান্ত সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্ধুদ্ধ করেছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, বর্তমানে স্বাধীন বাংলাদেশ; বিচক্ষণ, দূরদর্শী, মানবদরদী নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

ঐতিহাসিক ৭ মার্চের প্রেরণা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) র বি ব্লকের নিচে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে উপ-উপাচার্যরা, কোষাধ্যক্ষ, ডিনরা, রেজিস্টার, প্রক্টর, পরিচালকরা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা, অফিস প্রধানরা, শিক্ষকরা, ছাত্র-ছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. কাজী শহীদুল আলম, সার্জারি অনুষদের ডিন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. জুলফিকার রহমান খান, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, রেজিস্টার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


পিবিডি/এসএম

বিএসএমএমইউ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close