• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

যুক্তরাষ্ট্রের প্রতিবেদন প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশ:  ১৯ মার্চ ২০১৯, ১৫:২৩
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি যে প্রতিবেদন তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এক পেশে উল্লেখ করে ওই প্রতিবেদন প্রকাশ করেছিল।

মঙ্গলবার (১৯ মার্চ) তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সংবাদ সম্মেলন করে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছিল। ওই সংস্থাগুলো বিভিন্ন সময়ে মনগড়া তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রসঙ্গত, চলতি মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচন নিয়ে দাবি করা হয়, নির্বাচন একপেশে হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য বিবেচিত হয়নি।

পিবিডি/রবিউল

বাংলাদেশ,মার্কিন যুক্তরাষ্ট্র,তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close