• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উপজেলা নির্বাচন

তৃতীয় ধাপে ভোট পড়েছে ৪১ দশমিক ৪১ শতাংশ

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ১৭:৫৯
নিজস্ব প্রতিবেদক
উপজেলা নির্বাচন

পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের মত তৃতীয় ধাপেও ভোট পড়ার হার কম। তবে দ্বিতীয় ধাপের চেয়ে সামান্য বেশি ভোট পড়েছে তৃতীয় ধাপে।

মাঠপর্যায় থেকে ইসিতে আসা তথ্য বিশ্লেষণে দেখা যায়, এ নির্বাচনে মোট ভোটার ছিল ১ কোটি ৮২ লাখ ১ হাজার ৭৭০ জন। ভোট দিয়েছেন ৭৫ লাখ ৩৬ হাজার ৯২৬ জন। এর মধ্যে অবৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৮৩৩টি। ভোট পড়ার হার ৪১ দশমিক ৪১ শতাংশ।

প্রথম ধাপে ভোট পড়েছিল ৪৩ দশমিক ৩২ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ভোট পড়েছিল ৪১ দশমিক ২৫ শতাংশ।

রোববার অনুষ্ঠিত তৃতীয় ধাপে সর্বনিম্ন ভোট পড়েছে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১৯ দশমিক ২৬ শতাংশ। এ উপজেলায় মোট ভোটার ছিল ৫ লাখ ২ হাজার ৫৬টি। ভোট পড়েছে ৯৬ হাজার ৬৮৩টি।

সর্বোচ্চ ভোট পড়েছে গোপালগঞ্জের টুংগীপাড়া উপজেলায় ৭২ দশমিক ৯১ শতাংশ। এ উপজেলায় মোট ভোটার ছিল ৭৫ হাজার ৪ জন। ভোট দিয়েছেন ৫৪ হাজার ৬৮৬জন।

ইসি সূত্র জানায়, এ ধাপে মোট ১১৭ উপজেলার ভোট হওয়ার কথা থাকলেও অনিয়মের কারণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোট বন্ধ করে কমিশন। বাকি ১১৬ উপজেলার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৮৩জন (এর মধ্যে নির্বাচনের মাধ্যমে ৫২ জন), জাতীয় পার্টির একজন, স্বতন্ত্র ৩৮ জন নির্বাচিত হয়েছেন।

এবার পাঁচ ধাপে হচ্ছে উপজেলা নির্বাচন। এরই মধ্যে তিন ধাপের ভোট সম্পন্ন হয়েছে। এছাড়া চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ১৮ জুন ভোট হওয়ার কথা রয়েছে।


পিবিডি/এসএম

উপজেলা নির্বাচন,ইসি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close