• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম
  • ঢাকা শহর – ইঞ্জিনের শহর, যন্ত্রের শহর। এখানে এক টুকরো সবুজ খুঁজে পাওয়াই যেন দিনকে দিন মুশকিল হয়ে যাচ্ছে। এমন সময়ে এক অভিনব ঘটনা ঘটালেন এক সিএনজি চালক।  তিনি তার সিএনজিকে সাজিয়েছেন গাছপালায় বেষ্টিত করে। যেন, সিএনজির ছাদে এক টুকরো স্বস্তি, এক টুকরো বাগান।  ছবি: পূর্বপশ্চিমবিডি ডট নিউজ
    ঢাকা শহর – ইঞ্জিনের শহর, যন্ত্রের শহর। এখানে এক টুকরো সবুজ খুঁজে পাওয়াই যেন দিনকে দিন মুশকিল হয়ে যাচ্ছে। এমন সময়ে এক অভিনব ঘটনা ঘটালেন এক সিএনজি চালক। তিনি তার সিএনজিকে সাজিয়েছেন গাছপালায় বেষ্টিত করে। যেন, সিএনজির ছাদে এক টুকরো স্বস্তি, এক টুকরো বাগান। ছবি: পূর্বপশ্চিমবিডি ডট নিউজ
  • নাহ, এই বাগানের উদ্ভিদগুলোকে প্লাস্টিক মনে করার কোনো কারণ নেই। এগুলো একদম বাস্তব।  ছবি: পূর্বপশ্চিমবিডিডট
    নাহ, এই বাগানের উদ্ভিদগুলোকে প্লাস্টিক মনে করার কোনো কারণ নেই। এগুলো একদম বাস্তব। ছবি: পূর্বপশ্চিমবিডিডট
  • জাকির যশোরের ছেলে। জানালেন প্রায় বছর দেড়েক হতে চললো তিনি এই অভিনব সিএনজি নিয়ে ঢাকার রাস্তায় ছুটে চলেছেন।  ছবি: পূর্বপশ্চিমবিডিডট
    জাকির যশোরের ছেলে। জানালেন প্রায় বছর দেড়েক হতে চললো তিনি এই অভিনব সিএনজি নিয়ে ঢাকার রাস্তায় ছুটে চলেছেন। ছবি: পূর্বপশ্চিমবিডিডট
  • কী নেই তার অটোরিকশায়! দৈনিক পত্রিকা থেকে শুরু করে আয়না পর্যন্ত অনেক কিছুই আছে এখানে। সিএনজির ভেতরের পরিবেশ শীতল রাখার জন্যই তিনি এই পন্থা কাজে লাগিয়েছেন।  ছবি: পূর্বপশ্চিমবিডিডট
    কী নেই তার অটোরিকশায়! দৈনিক পত্রিকা থেকে শুরু করে আয়না পর্যন্ত অনেক কিছুই আছে এখানে। সিএনজির ভেতরের পরিবেশ শীতল রাখার জন্যই তিনি এই পন্থা কাজে লাগিয়েছেন। ছবি: পূর্বপশ্চিমবিডিডট
  • তপন জানান, উপরে গাছ র মাটির কারণে অন্যান্য সিএনজি অটোরিকশার তুলনায় তার সিএনজির পরিবেশ অনেক শীতল থাকে। এর কারণে তার সিএনজিতে যাত্রী অন্যদের তুলনায় বেশি থাকে বলেও জানান তিনি।  ছবি: পূর্বপশ্চিমবিডিডট
    তপন জানান, উপরে গাছ র মাটির কারণে অন্যান্য সিএনজি অটোরিকশার তুলনায় তার সিএনজির পরিবেশ অনেক শীতল থাকে। এর কারণে তার সিএনজিতে যাত্রী অন্যদের তুলনায় বেশি থাকে বলেও জানান তিনি। ছবি: পূর্বপশ্চিমবিডিডট
  • এখানেই শেষ নয়।  তপন আরো কিছু যোগ করে বলেন, গরমে বাতাসের জন্য আছে বৈদ্যুতিক পাখা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, গান শোনার জন্য স্পিকার, নখ কাটার জন্য নেইল কার্টার, যাত্রী ও চালকের আসনের উপরে আছে এলইডি লাইটের ব্যবস্থা। পানি পান করার জন্য পানির বোতল ও মগ এবং মুখ মোছার জন্য তিনি টিস্যু পেপারের ব্যবস্থাও রেখেছেন।  ছবি: পূর্বপশ্চিমবিডিডট
    এখানেই শেষ নয়। তপন আরো কিছু যোগ করে বলেন, গরমে বাতাসের জন্য আছে বৈদ্যুতিক পাখা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, গান শোনার জন্য স্পিকার, নখ কাটার জন্য নেইল কার্টার, যাত্রী ও চালকের আসনের উপরে আছে এলইডি লাইটের ব্যবস্থা। পানি পান করার জন্য পানির বোতল ও মগ এবং মুখ মোছার জন্য তিনি টিস্যু পেপারের ব্যবস্থাও রেখেছেন। ছবি: পূর্বপশ্চিমবিডিডট
  • তার পুরো নাম তপন চন্দ্র দেব। থাকেন ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়ায়। যাত্রীদের সাধ্যমতো বিভিন্ন সুবিধা দেয়ার জন্যই তিনি তার সিএনজি অটোরিকশাকে এভাবে সাজিয়েছেন। এর সাথে কাজ করেছে তার মনের ইচ্ছাও।  ছবি: পূর্বপশ্চিমবিডিডট
    তার পুরো নাম তপন চন্দ্র দেব। থাকেন ঢাকার খিলগাঁও চৌধুরীপাড়ায়। যাত্রীদের সাধ্যমতো বিভিন্ন সুবিধা দেয়ার জন্যই তিনি তার সিএনজি অটোরিকশাকে এভাবে সাজিয়েছেন। এর সাথে কাজ করেছে তার মনের ইচ্ছাও। ছবি: পূর্বপশ্চিমবিডিডট
  • যেই ভাবা সেই কাজ। অটোরিকশার ছাদে ছোট্ট করে গড়ে তুলেন ফুলের বাগান। ছাদের চারদিকে কৃত্রিম ঘাস লাগিয়ে মাঝখানে মাটি দিয়ে বসিয়ে দিয়েছেন ফুলের গাছ। শুধু তাই নয়, সেখানে তিনি রঙ-বেরঙের তিন ধরনের ফুলের গাছ লাগিয়েছেন।  ছবি: পূর্বপশ্চিমবিডিডট
    যেই ভাবা সেই কাজ। অটোরিকশার ছাদে ছোট্ট করে গড়ে তুলেন ফুলের বাগান। ছাদের চারদিকে কৃত্রিম ঘাস লাগিয়ে মাঝখানে মাটি দিয়ে বসিয়ে দিয়েছেন ফুলের গাছ। শুধু তাই নয়, সেখানে তিনি রঙ-বেরঙের তিন ধরনের ফুলের গাছ লাগিয়েছেন। ছবি: পূর্বপশ্চিমবিডিডট
  • সিএনজি অটো তো নয়, যেন ফুলের বাগান! ।  ছবি: পূর্বপশ্চিমবিডিডট
    সিএনজি অটো তো নয়, যেন ফুলের বাগান! । ছবি: পূর্বপশ্চিমবিডিডট
close