• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রাবি ছাত্রলীগের হল সম্মেলন

কর্মীদের থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার অভিযোগ 

প্রকাশ:  ০৯ মার্চ ২০২২, ১০:২৬ | আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১:৩৬
নিজস্ব প্রতিবেদক

রাবি প্রতিনিধি

দীর্ঘদিন পর আগামী ১৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশীদের ব্যানার-ফেস্টুনে চেয়ে গেছে ক্যাম্পাস। তবে এই ব্যানার বানানোর জন্য কর্মীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে নবাব আব্দুল লতিফ হলের পদপ্রত্যাশী এক নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত পদপ্রত্যাশী ওই নেতার নাম শুব্রদেব ঘোষ। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।

হল সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের কয়েকজন কর্মীকে গেস্ট রুমে ব্যানার বানানোর জন্য টাকা দিতে নির্দেশ দেন শুভ্র। কয়েকজন ছাত্রলীগকর্মী টাকা দিতে রাজি হয়নি। পরবর্তীতে শুভ্র শাখা ছাত্রলীগ সভাপতির নির্দেশনা রয়েছে বলে জোরপূর্বক তাদের কাছ থেকে চাঁদা নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগকর্মী বলেন, প্রথমে ব্যানার করার জন্য টাকা চাইলে আমিসহ আরো কয়েকজন অসম্মতি জানাই। পরে সভাপতির নির্দেশের কথা বলে জোর করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়।

জোর করে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত সভাপতি প্রার্থী শুভ্রদেব ঘোষ বলেন, এই অভিযোগ পুরোটাই ভিত্তিহীন ও বানোয়াট। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা থাকে। হল সম্মেলনকে কেন্দ্র করে আমার প্রতিদ্বন্দ্বীরা এমন মিথ্যা অভিযোগ তুলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, অভিযোগের বিষয়টি জেনেছি। অভিযোগটি খতিয়ে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বপশ্চিম/এসএ/এনএন

রাবি,ছাত্রলীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close