• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আন্দোলনের নামে সন্ত্রাসী পথ বেছে নিয়েছে বিএনপি: হানিফ

প্রকাশ:  ১০ অক্টোবর ২০২২, ১৮:১১ | আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৮:৫৬
লক্ষ্মীপুর প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, আন্দোলনের নামে বিএনপি সন্ত্রাসী পথ বেছে নিয়েছে। কারণ তাদের নেতা তারেক রহমান স্বীকৃত একজন সন্ত্রাসী। বিএনপির সময় দেশে হেযবুত তাওহীদ, জেএমবিসহ জঙ্গি সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলা ভাই-আবদুর রহমান তাদেরই সৃষ্টি। তারাই রাজপথে নৈরাজ্য সৃষ্টি করেছিল। তিনি বলেন, যতদিন শারীরিক সক্ষমতা থাকবে, ততদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতিতে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে সকালে সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিনের কবর জিয়ারত করতে যান কেন্দ্রীয় নেতারা। সেখানে তারা প্রতিবাদ সভায় অংশ নেন।

হানিফ আরও বলেন, বিএনপি ও জামায়াত একে অপরের পরিপূরক। তারা ২০০১-৬ সাল পর্যন্ত গণহত্যা করেছিল। তারা এখন চাচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় কি-না। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই, শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে পারে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহ-সম্পাদক এমএ মমিন পাটওয়ারী প্রমুখ।

লক্ষ্মীপুর,বিএনপি,আওয়ামী লীগ,মাহাবুব উল আলম হানিফ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close