• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল 

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২২, ১৫:২৯
নিজস্ব প্রতিবেদক

বিএনপির যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করবে বিএনপি। সে লক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নেমেছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে নয়াপল্টন ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে গণমিছিল বের করবে সরকারবিরোধী দল ও জোটগুলো।

গণমিছিলে অংশ নিতে ঢাকার বাইরের জেলাগুলো থেকেও এসেছেন নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতারা ইতোমধ্যে পূর্বনির্ধারিত স্থানে জায়গা নিয়েছেন। নয়াপল্টন ও তার পার্শ্ববর্তী এলাকার প্রতিটি মোড়ে মোড়ে ভিড় করছেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গণমিছিলের শুরুতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। সেখান থেকে ঘোষিত হবে যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি। কর্মসূচি ঘোষণার পর গণমিছিল নিয়ে মগবাজার মোড় ঘুরে ফের নয়াপল্টনে আসবেন দলটির নেতাকর্মীরা।

এদিকে জামায়াতে ইসলামীর গণমিছিল কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর পুরানা পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরানা পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় ও জিরো পয়েন্টে পুলিশ সদস্যদের তৎপরতা দেখা গেছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান, প্রিজন ভ্যান, সাঁজোয়া যান।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঢল,নেতাকর্মী,নয়াপল্টন,বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close