বিএনপি নেতা আমানের মুক্তির দাবীতে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক,সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমানের মুক্তি দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সম্পর্কিত খবর
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টায় কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে শুরু হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলটি।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম এবং সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল।এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জবি ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন , আমান আল্লাহ আমানকে ফ্যাসিস্ট সরকার ভয় পেয়ে তাকে অবৈধভাবে আটকে রেখেছে। এক আমান উল্লাহ আমানকে গ্রেপ্তার করে গনতান্ত্রিক আন্দোলনকে থামিয়ে দেয়া যাবে না। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে লক্ষ লক্ষ আমান আল্লাহ আমান রাজপথে জীবন বাজী রেখে আন্দোলন করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমান আল্লাহ আমান সহ সকল রাজবন্দীকে মুক্ত করে আনবে ইনশাআল্লাহ।