ফিল্মি স্টাইলে ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতিকে অপহরণ,থানায় অভিযোগ

ভালুকায় ফিল্মি স্টাইলে ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মোস্তফা কামালকে (৪২) অপরহণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের চান্দাব বোর্ডবাজার এলাকায়। এ ঘটনায় শ্রমিকলীগ নেতার স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সম্পর্কিত খবর
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা কামাল চান্দাব বোর্ড বাজার মসজিদে জোহরের নামাজ পড়তে যান।
ওই সময় মসজিদের পানির পাম্প বন্ধ করার জন্য তিনি মসজিদ থেকে বের হন। পরে ১০/১২টি মাইক্রোবাস ও প্রাইভেটকার নিয়ে মেহদী হাসান শাহাজ, ছলিম উদ্দিন, আনোয়ার হোসেন ধনু, শিব্বির আহম্মেদ, সবুজ মিয়া ও মনির হোসেন, ও আব্দুল সামাদের নেতৃত্বে ভাড়াটিয়া ৫০/৬০ জন লোক নিয়ে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।
রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা জানান ঘটনাটি শুনেছি, অত্যান্ত দুঃখ জনক।
উপজেলা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার বলেন, মোস্তফা কামাল আমার সংগঠনের রাজৈ ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি তাকে দিন দুপুরে এভাবে ফিল্ম স্টাইলে তুলে নিয়ে গেছে এটা ন্যাক্কার জনক ঘটনা আমরা এর সঠিক বিচার চাই।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।