• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
  • ||

আজ বিএনপির খুলনা বিভাগীয় রোড মার্চ

প্রকাশ:  ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭
শেখ নাদীর শাহ্, খুলনা প্রতিনিধি

আজ বিএনপির খুলনা বিভাগীয় রোড মার্চ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহ থেকে রোড মার্চ শুরু হবে। মাগুরা, যশোর জেলার ১৬০ কিলোমিটার সড়ক ঘুরে শেষ হবে খুলনা নগরীর জিয়া হল চত্বরে এসে। সেখানেই সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশকে ঘিরে অতীতের সবচেয়ে বড় জমায়েতের রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে দলটি।

বিএনপি'র নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে, রোড মার্চ ঘোষণার পর থেকে সফলতার সঙ্গে কর্মসূচি পালন নিয়ে সংশয়ে ছিলেন তারা। বিশেষ করে, জিয়া হল চত্বরের মতো গুরুত্বপূর্ণ স্থানে সমাবেশের অনুমতি, বিভিন্ন জেলা থেকে আসা বিপুল সংখ্যক গাড়ি নিরাপদে পার্কিংয়ে স্থান নিয়ে দুঃশ্চিন্তা ছিলেন তারা। তবে শেষ পর্যন্ত কোনো বাধায় পড়তে হয়নি বলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিএনপি নেতৃবৃন্দ।

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা জানান, অতীতে সমাবেশের কর্মসূচি দিলেই ধরপাকড় শুরু হতো। এখন পর্যন্ত কাউকে আটকের অভিযোগ তারা পাননি। এটা অবশ্যই স্বস্তির। তবে বিভিন্ন জেলায় রোড মার্চের গাড়িবহরে হামলা হওয়ায় নেতাকর্মীদের দলের পক্ষ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, রোড মার্চ কর্মসূচিকে উৎসবমুখর এবং জনসম্পৃক্ত করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরীর প্রবেশপথে ২০০টি তোরণ নির্মাণ, সড়কে আলোকসজ্জা ছাড়াও সড়ক এবং সড়কদ্বীপে ফেস্টুন লাগানো হয়েছে। গত কয়েকদিন নগরীতে লিফলেট বিতরণের কাজ চলছে। খুলনায় রোড মার্চের সমাপনী সমাবেশে পাঁচ লাখ লোক জমায়েত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল জানান, সকাল ১০টায় ঝিনাইদহে রোড মার্চের উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মাগুরা ও যশোর হয়ে রোড মার্চ খুলনায় পৌঁছাবে বিকেলে। পথে চারটি পথ সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। রোড মার্চের সমাপনী সমাবেশ খুলনার শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হবে।

সমাবেশে বাগেরহাট ও সাতক্ষীরার নেতাকর্মীরা যোগ দিবেন। সমাবেশ শেষে সোনাডাঙ্গা বাস টার্মিনাল হয়ে সবাই নিজ নিজ জেলায় ফিরে যাবেন বলেও জানান এ বিএনপি নেতা।

বিএনপি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close