জনগণ জেগে উঠলে রেহাই পাবেন না: দুদু

সরকারকে হুঁশিয়ারি করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখনো সময় আছে পদত্যাগ করে নির্দলীয় সরকারের দাবি মেনে নিন, অন্যথায় বাংলাদেশের জনগণ যদি একবার জেগে ওঠে তাহলে আপনারা রেহাই পাবেন না।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে আয়োজিত খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সম্পর্কিত খবর
শামসুজ্জামান দুদু বলেন, এই সরকার যতক্ষণ পর্যন্ত পরাজিত না হয় ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না।
তিনি বলেন, এই সরকারের লোক যদি খুন-দুর্নীতি করে তবুও আদালতে গিয়ে জামিন পান। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী যিনি কখনোই নির্বাচনে হারেননি, তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এমনকি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না।
পূর্বপশ্চিমবিডি/এসএম