বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান গ্রেপ্তার
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩, ১১:৩৭

হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননা মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে (৬৯) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সম্পর্কিত খবর
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, আদালত অবমাননার মামলায় মিরপুর ডিওএইচএস এলাকা থেকে বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম