• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‌'বিএনপি বড় দল, চাই না ভাঙুক'

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৪
নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে বড় দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তিনি চান না বিএনপি ভেঙে যাক।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রেডিসন হোটেলের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

সম্পর্কিত খবর

    ওবায়দুল কাদের বলেন, ‘আমি চাই না বিএনপি ভাঙুক। বিএনপি একটা বড় দল। আমরা চাই না সেটা ভাঙুক। এই চেষ্টাও আমরা করব না।’

    সেতুমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি ভাঙার জন্য বিএনপি নিজেরাই দায়ী এবং বিএনপির সংকট আমরা ঘনীভূত করব না, আমরা এখানে ফ্যাক্ট না। বিএনপির সাংগঠনিক অভ্যন্তরীণ সংকট ঘনীভূত করার জন্য তারেক জিয়াই যথেষ্ট।’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার মুক্ত হওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের বিষয়। আদালতের আদেশে তিনি দণ্ডিত হয়েছেন এবং জেলে গিয়েছেন। খালেদা জিয়া যখন আপিল করবেন, আপিলের বিচারে তাঁকে মুক্তি দেওয়া যায় কি না, সেটা আদালত বিবেচনা করতে পারেন। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, এমনকি ভবিষ্যতেও করবে না।

    ওবায়দুল কাদের বলেন, ‘আদালত যদি খালেদা জিয়াকে মুক্তি দেন, সেখানে আমাদের তো কোনো অসুবিধা নেই। এই রকম কথার কোনো উপসংহার নেই। তারা একবার বলছে, যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে যাবে। আবার বলে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। তাদের জিজ্ঞাসা করুন, কোনটা ঠিক।’

    মন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনে বিএনপির মতো একটি বড় দলকে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাই। প্রতিদ্বন্দ্বিতায় মজা না থাকলে ইলেকশনে মজা নাই। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক এবং ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হোক।’

    ‘বিএনপি ইলেকশন থেকে সরে গেলে আমরা খুব খুশি হব, আমাদের জন্য উৎসাহব্যঞ্জক কিছু হবে—এটা ঠিক না। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। তাই সে জন্য বিএনপি থাকা দরকার।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close