• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খালেদার জামিন থাকবে কিনা জানা যাবে বৃহস্পতিবার

প্রকাশ:  ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৫
নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে আদালতে হাজির হতে অস্বীকৃতি জানিয়েছেন। এ অবস্থায় খালেদার জামিন থাকবে কিনা সে বিষয়ে তার আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন আদালত। সেই সঙ্গে প্রধান আসামির অনুপস্থিতিতে মামলার বিচার চলতে পারে কিনা তাও জানতে চাওয়া হয়েছে।

এ নিয়ে খালেদা জিয়ার আইনজীবীর বক্তব্য শোনার জন্য বৃহস্পবিার (১৩ সেপ্টেম্বর) দিন ধার্য করেছেন ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।

বুধবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে অবস্থিত অস্থায়ী ঢাকার ৫নং বিশেষ জজ আদালতে যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় কাস্টডি ওয়ারেন্ট পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদার জামিন বৃদ্ধির আবেদন করেন। এছাড়াও তিনি আদালতে একটি পিটিশন দাখিল করেছেন। তাতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অনুমোদন ছাড়া এভাবে কারাগারের ভেতরে একজন বন্দির বিচারের ব্যবস্থা করা সংবিধান ও আইন পরিপন্থি।

/এসএম

খালেদা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close