• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শান্তি চাইলে নৌকায় ভোট দিন: হানিফ

প্রকাশ:  ২২ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৩
সিলেট প্রতিনিধি
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ৩০ তারিখে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। উন্নয়ন নাকি বিএনপি জামায়াতের জঙ্গিবাদ। উন্নয়ন, শান্তি চাইলে নৌকা মার্কায় ভোট দিতে হবে।

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে ‌সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, ৩০ তারিখ একটাই মার্কা থাকবে নৌকা। নৌকা ছাড়া কোথাও ভোট দেবে না জনগণ।

তিনি বলেন, মির্জা ফখরুল আজ কান্না করছেন। তাদেরকে ভুলে গেলে চলবে না তারা পেট্রোল বোমার অাগুনে শত শত মানুষকে কাঁদিয়েছিলেন। তাদের অভিশাপে বিএনপি ও জামায়াতকে অাগামী দিনগুলো কেঁদে কেঁদেই কাটাতে হবে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, যারা দন্ডপ্রাপ্তদের জন্য কাঁদছেন, আপনারা ভুলে গেছেন আপনাদের নেতৃত্বে এ দেশে আগুন দিয়ে মানুষ মেরেছেন। তাদের স্বজনরা যখন কেঁদেছিল তখন আপনার চোখের কান্না কোথায় ছিলো? মানুষ তাই আপনাদের প্রত্যাখ্যান করে নৌকায় ভোট দিবে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা এবং সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত আছেন।

পিবিডি/এসএম

মাহবুবুল আলম হানিফ,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close