• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দল যার যার, দেশটা সবার: মাশরাফি

প্রকাশ:  ২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:১৯ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৯:২০
পূর্বপশ্চিম ডেস্ক

একাদশ সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, দল যার যার, দেশ সবার।

মাশরাফির কাছে প্রশ্ন করা হয়, আপনি যখন রাজনীতিতে নাম লেখালেন, আপনাকে দেখে মনে হয়েছিল ভীষণ চাপের মধ্যে আছেন। ইতিবাচক-নেতিবাচক নানা কথা শুনতে হয়েছে। এখন মনে হচ্ছে সেই চাপ থেকে অনেকটা বেরিয়ে এসেছেন। কীভাবে সম্ভব হয়েছে?

জবাবে তিনি বলেন, আমি রাজনীতিতে একটা থিম নিয়ে এসেছি, প্রতিপক্ষের সঙ্গে রেষারেষি, কাটাকাটি, মারামারি করে চলতে চাই না। আমি এই এলাকার সন্তান, এলাকার জন্য কাজ করতে চাই। এতটুকুতেই সীমাবদ্ধ আমার লক্ষ্য। আমার এলাকার বাইরে যারা, অন্য মতাদর্শে বিশ্বাসী যারা, তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। কী আর করা, এটাই আমাদের সংস্কৃতি।

তিনি আরও বলেন, আমাদের দেশে যেহেতু রাজনীতিতে প্রচুর কাদা ছোড়াছুড়ি হয়, রাজনৈতিক ব্যক্তিদের কম সম্মান দেয় মানুষ। বিভিন্ন কারণে কম সম্মান দেয়। কিন্তু শেষমেশ রাজনৈতিক ব্যক্তিরা যেটা করে দেয়, সেটার সুফল ভোগ করতে হয়। কম করেন, আর বেশি করেন, তাদের করা কাজের ফলই ভোগ করতে হয়। বাংলাদেশে ভিন্ন মতাদর্শের মানুষ, সংখ্যাটা একটু বেশিই। দল যার যার, দেশটা তো সবার।

পিবিডি/রবিউল

একাদশ সংসদ নির্বাচন,নড়াইল-২,আওয়ামী লীগ,মাশরাফি বিন মর্তুজা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close