• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

ধানের শীষের ১৫২ প্রার্থী জামানত হারিয়েছেন

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৯, ১১:১৬ | আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১১:২৩
নিজস্ব প্রতিবেদক

মনোনয়নপত্র কেনার সময় একজন প্রার্থীকে জামানত হিসেবে ২৫ হাজার টাকা নির্বাচন কমিশনে জমা রাখতে হয়। নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ বা তার বেশি ভোট পেলে জামানত হিসেবে রাখা ২৫ হাজার টাকা ফেরত দেয়া হয়। বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে এটাই নিয়ম। আর না পারলে এ জামানত বাজেয়াপ্ত করা হয়।

ধানের শীষ প্রতীকে ২৫৬ প্রার্থীর ১৫২ জনই এই শর্ত পূরণ করতে পারেননি। ফলে জামানত হারিয়েছেন ওই ১৫২ প্রার্থী। এ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াতের ২২ প্রার্থীর মধ্যে ১১ জনই জামানত হারিয়েছেন।

এছাড়া নির্বাচনে দেশের ২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১ হাজার ৮৫৫ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ১ হাজার ৪২২ জন। সবচেয়ে বেশি ২৯৭ প্রার্থী জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের।

পিবিডি/রবিউল

মনোনয়নপত্র,ধানের শীষ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close