• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

সংরক্ষিত আসনে আ.লীগের ১৩৮৫ ফরম বিক্রি

প্রকাশ:  ১৭ জানুয়ারি ২০১৯, ১৯:৫৩
নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনে সদস্য হতে তিন দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৩৮৫ জন। সংরক্ষিত আসনের এই মনোনয়ন ফরম বিক্রির একদিন সময় বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার (১৮ জানুয়ারি) পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি করা হবে। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ফরম বিক্রির শেষ দিন নির্ধারণ করা হলেও আরও একদিন বাড়িয়ে তা শুক্রবার পর্যন্ত করা হয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে ফরম জমা দিতে হবে।

সংরক্ষিত এ আসনের প্রতিটি ফরমের মূল্য ৩০ হাজার টাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। আসনগুলোতে সংসদ (এমপি) নির্বাচনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

পিবিডি/রবিউল

সংরক্ষিত নারী আসন,আওয়ামী লীগ,ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close