• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচন বর্জন করলো বিএনপি-জামায়াত পন্থিরা

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০১৯, ১৮:৫৯
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন বর্জন করেছে বিএনপি-জামায়াত পন্থি আইনজীবীরা। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপি-জামায়ত পন্থি আইনজীবীরা অভিযোগ করেন, আগামী ৩১ জানুয়ারি ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ পন্থি আইনজীবীরা কারচুপির মাধ্যমে তাদের বিজয় নিশ্চিত করার ষড়যন্ত্র করছেন। বিগত ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আওয়ামী লীগ পন্থিরা বিএনপি পন্থিদের ভোট দিতে দেয়নি। ফলে তাঁরা পাঁচবারই এককভাবে নির্বাচিত হয়ে আসছেন।

এবার বিএনপি-জামায়াত পন্থিরা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির খবর পেয়ে ভাড়াটিয়া মাস্তান বাহিনী দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে। ভয় ভীতি প্রদর্শন করে প্রকাশ্যে ভোট দেওয়ার নিয়ম করেছে। এ অবস্থায় বিএনপি-জামায়াত পন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়।

ঝালকাঠি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সৈয়দ হোসেন বলেন, যেহেতু আমরা নির্বাচনে অংশ নিচ্ছি না, তাই আমাদের সমমনা সকল সদস্যদের ভোট প্রদান থেকে বিরত থাকার অনুরোধ করছি।

পিবিডি/পি.এস

ঝালকাঠি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close