• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দলের জন্য নিবেদিতদের সুযোগ দিতে হবে: মওদুদ

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০১৯, ২০:৩৪
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

দলের জন্য যারা নিবেদিত প্রাণ তাদের সুযোগ করে দেয়ার আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এ সময়ে দলের করণীয় হলো সারাদেশে আমাদের নেতাকর্মী যারা গ্রেফতার হয়েছেন তাদের ছাড়িয়ে আনার ব্যবস্থা করা। নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা।

শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিএনপি আয়োজিত দলের প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের পরিবেশ দেখে আমরা অবাক হয়েছি, নির্বাক হয়েছি। আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম দুটি কারণে। নির্বাচনে গেলে অন্তত আমাদের হামলা-মামলা ও নির্যাতিত নেতাকর্মীরা বের হয়ে আসতে পারে এবং নির্বাচনের পরিবেশ সৃষ্টি হতে পারে-এই ভেবে। কিন্তু সরকার কথা রাখেনি। এখনো গ্রেফতার চলছে।’

তিনি বলেন, আমরা ভেবেছিলাম দলীয় সরকারে অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব- সরকার তা প্রমাণ করবে কিন্তু তা করেনি বরং নির্বাচনের আগের দিন রাতে ৪০ পারসেন্ট ভোট বাক্সে ভরার নির্দেশ দিয়েছে সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আরো বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আবদুল মান্নান, ব্যারিস্টার শাজাহান ওমর বীরবিক্রম, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও আহমেদ আযম খান।

পিবিডি/জিএম

ব্যারিস্টার মওদুদ আহমদ,বিএনপি,রাজনীতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close