• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

দার্জিলিংয়ে বন্য হাতির আক্রমণে জাসদ নেতার মৃত্যু

প্রকাশ:  ২৬ জানুয়ারি ২০১৯, ১১:৩১
কুষ্টিয়া প্রতিনিধি
ফাইল ছবি

বন্য হাতির আক্রমণে মুজিব বাহিনীর কমান্ডার নূরে আলম জিকুর ছেলে এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাইমুন কনক মারা গেছেন।নিহত সাইমুন কনকের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী।

শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় দার্জিলিংয়ের ডুয়ার্সে বাতাবেড়ি মূর্তি নদীর কাছে জঙ্গল সাফারি করতে গিয়ে বন্য হাতির আক্রমণে তিনি মারা যান।

সাবেক ছাত্রনেতা শফী আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের একজন কর্মী মারা গেল, যে আমাদের বিপ্লবের সঙ্গী ছিল। তার আত্মার শান্তি কামনা করছি।

তিনি আরও বলেন: কনকের বাবা নূরে আলম জিকু বিখ্যাত নেতা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার ছিলেন। এছাড়াও তিনি অবিভক্ত জাসদের কার্যকারী সভাপতি ছিলেন। স্বাধীনতার আগে জিকু চিত্রপরিচালক ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে তাকে রাজনীতিতে নিয়ে আসেন।

গত ২০ জানুয়ারি সকাল ৮টা ৫৫ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছিলেন, চললাম-নাগরিক কোলাহল থেকে বহুদূরে ডুয়ার্সের পাহাড় আর জঙ্গলে। স্ত্রীর সঙ্গে দার্জিলিংয়ের বেশ কয়েকটি ছবিও তিনি ফেসবুকে আপলোড করেন।

সাইমুন কনকের মৃত্যুতে জাসদ শোকপ্রকাশ করেছে। দলটি শোকাহত পরিবাবের প্রতি সমবেদনা জানিয়েছে।

পিবিডি/জিএম

কুষ্টিয়া,জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ),দার্জিলিং
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close