• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আ.লীগ নেতা নুরুল আলম চৌধুরী আর নেই

প্রকাশ:  ২৭ জানুয়ারি ২০১৯, ১১:১৭
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত, মুক্তিযোদ্ধা এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী আর নেই।

রোববার (২৭ জানুয়ারি) ভোরে চট্টগ্রাম মহানগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ ছালাম নুরুল আলম চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরুল আলম চৌধুরী মাত্র ২৭ বছর বয়সে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্লামেন্টসহ চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্ষীয়ান এই রাজনীতিক ব্যক্তিত্ব দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের ওমানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর জেলার ফটিকছড়ি উপজেলায় নিজ গ্রামের বাড়িতে ফটিকছড়ি কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা এবং বাদ আসর রাষ্ট্রীয় সম্মাননার মাধ্যমে স্থানীয় মতিউর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নুরুল আলম চৌধুরীর মৃত্যুতে চট্টগ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।


পিবিডি/মিশু

চট্টগ্রাম,আওয়ামী লীগ,ইন্তেকাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close