• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

শৈলকুপায় আ.লীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১০

প্রকাশ:  ২৯ জানুয়ারি ২০১৯, ১১:৫১
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই দক্ষিণপাড়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।আহতদের মধ্যে আক্কেল মোল্লা, আমজেদ মোল্লা, জবেদ মোল্লা, বাবলুসহ ৬ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দুধসর ইউনিয়নে যুবলীগ নেতা মুশফিকুর রহমান উজ্জল ও আওয়ামী লীগ নেতা শফি মেম্বরের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

এরই জের ধরে সকালে দু'গ্রুপের সমর্থকরা ভাটই দক্ষিণ পাড়া গ্রামে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়।

শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: ফারজানা পারভীন নুপুর জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে তাদের অবস্থা খুব আশংকাজনক নয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

/পিবিডি/পি.এস

ঝিনাইদহ,আ.লীগ,দু'গ্রুপের সংঘর্ষ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close