Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textজাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষনেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ১৬ কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু কোথাও কেউ প্রতিবাদ করল না। এটা কি শুধু কোনো রাজনৈতিক নেতারা করবে, কোনো রাজনৈতিক দল করবে? এটা হয় না।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পুত্র প্রয়াত রাশেদ সোহরাওয়ার্দীর মৃত্যুতে গণফোরাম আয়োজিত এক শোকসভায় তিনি এসব কথা বলেন।
আবদুর রব বলেন, সারা দেশে বর্তমানে এক লক্ষ লোক কারাগারে আছে। আন্দোলন ছাড়া তাদের মুক্ত করা যাবে না। আজকে যারা ক্ষমতায় আছে তাদের মধ্যে সেই মনুষত্ব নেই।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এদেরকে মুক্ত করতে আসুন ঐক্যবদ্ধ আন্দোলন করি।
শোকসভায় আরও বক্তব্য দেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, প্রেসেডিয়াম সদস্য মোকাব্বির খান, আমসা আমিন ও জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।
/পিবিডি/আরাফাত