• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিকেলে জরুরি বৈঠকে বসছে ঐক্যফ্রন্ট

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৪
নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘কারচুপি’ নিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি আহুত গণশুনানি কিভাবে সফল করা যাবে সে বিষয়ে আলোচনার জন্য জরুরি বৈঠক ডেকেছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গণফোরামের আরামবাগ অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

    ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

    জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে গণফোরামের আরামবাগ অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

    বৈঠকে স্টিয়ারিং কমিটির নেতা মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী, আব্দুল মঈন খান, আ স ম আব্দুর রহমান, বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাহেদ উর রহমানসহ সব নেতা উপস্থিত থাকবেন।

    তবে স্টিয়ারিং কমিটির মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দেশের বাইরে থাকায় তাদের বৈঠকে থাকার সম্ভাবনা কম। তারা যদি এর মধ্যে দেশে ফিরে আসেন তাহলে বৈঠকে যোগ দেবেন।


    পিবিডি/এসএম

    ঐক্যফ্রন্ট
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close