• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বগুড়া জেলা আ.লীগের সভাপতি মমতাজ উদ্দিন আর নেই

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২১
বগুড়া প্রতিনিধি

উত্তর জনপদের প্রবীণ রাজনীতিবীদ, বগুড়ায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ মমতাজ উদ্দিন সিআইপি আর নেই। তিনি রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি শনিবার শজিমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার ইন্তেকালে বগুড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারের মত দেখতে মানুষের ঢল নেমেছে শহরের কালিতলা কাটনারপাড়া হটু মিয়া লেনের বাসভবনে। বর্ষিয়ান এ রাজনীতিবীদের মৃতুতে শুধু আওয়ামী লীগ নয় বগুড়াবাসী তাদের অভিভাবককে হারালো। সকাল থেকেই আওয়ামী লীগসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ মরহুমের বাসভবনে যাচ্ছে। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বিপিএম-বার, প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেলহ, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, জাপার কেন্দ্রিয় সদস্য আব্দুস সালাম বাবু তাঁর বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জেলা আ’লীগের প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি জানান, তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকদিন আগে কলকাতা গিয়েছিলেন। সেখান থেকে বুধবার ভোরে বগুড়ায় আসেন। শনিবার সন্ধার দিকে তিনি অসুস্থ্যবোধ করলে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৩টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই ভোর ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন। বাদ যোহর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে প্রথম জানাযা, বাদ আছর মানিকচক হাইস্কুলে ২য় জানাযা নামায শেষে সদর উপজেলার শাখারিয়া ইউপির কদিমপাড়া গ্রামে বাবা-মা’র কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন হবে। এর আগে বেলা ১২টার দিকে মরহুমের লাশ বগুড়া প্রেসক্লাবে নিয়ে আসলে ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহরের টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে মরদেহ রাখা হয়।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া-২ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ আসনের এমপি এড. নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৫ আসনের এমপি আলহাজ্ব হাবিবর রহমান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর, সহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, মহিলা আ’লীগ, যুব মহিলা আ’লীগ, সদর উপজেলা, পৌর শাখা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বর্ষিয়ান রাজনীতিবীদ বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন। দীর্ঘসময় যাবত বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপি জামায়াতের ঘাটি খ্যাত বগুড়ায় আওয়ামী লীগ সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করেছেন। গড়ে তুলেছেন শক্তিশালী সাংগঠনিক কাঠামো। তৃণমূল পর্যায়ে গড়েছেন শক্তিশালী সংগঠন। পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।

বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি সহ এফবিসিসিআই এর পরিচালক ছিলেন তিনি। সিআইপি নির্বাচিত হয়েছেন একাধিকবার। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক প্রভাতের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশ তিনি। ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য। আওয়ামী লীগের কেন্দ্রিয় নির্বাহি কমিটির সিনিয়র সদস্য তিনি। বগুড়া করোনেশন স্কুলের ছাত্র থাকাকালীন সময়ে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগের রাজনীতিতে যোগদান করেন। ৬৯’ই বৃহত্তর বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। সেই থেকে পথ চলা শুরু। স্বাধীনতা যুদ্ধে মুজিব বাহিনীর প্রথম ব্যাচ হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং বগুড়ার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ৭২ সালে যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, ৭৫ পরবর্তী বঙ্গবন্ধু হত্যার পর দুঃসময়ে বগুড়ায় আওয়ামী লীগের হাল ধরেন তিনি।

প্রথমে প্রচার সম্পাদক, তারপর সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে কাউন্সিলের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৯২ সালে জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে ২০তম জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য নির্বাচিত করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে ১৯৭১ সালের ২৩ মার্চ আলতাফুন্নেছা খেলার মাঠে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী মমতাজ উদ্দিন বগুড়া সদরে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০০৮ সালের নির্বাচনে ৭৪ হাজার ৭শ ভোট পেয়েছিলেন।

/পিবিডি/পি.এস

বগুড়া,আ.লীগ,সভাপতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close