• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লোহাগড়া উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা সক্রিয়

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০১
নড়াইল প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই তৃতীয় ধাপের লোহাগড়া উপজেলা পরিষদ নিবার্চনী হাওয়া বইতে শুরু করেছে। নিবার্চন কমিশনার আগামী ২৬ ফেব্রুয়ারি এ উপজেলা পরিষদের মনোনয়পত্র দাখিলের শেষ দিন ধার্য করেছে। তবে উপজেলা চেয়ারম্যান পদে এখানকার সম্ভাব্য প্রার্থীরা একদিকে ছুটছেন ভোটারদের কাছে অপরদিকে মনোনয়ন পেতে কেন্দ্রীয় নেতাদের কাছে জোর লবিং করছেন।

উপজেলায় আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী নিবার্চনে মনোনয়ন প্রাপ্তির জন্য লড়াই করেন । ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে লোহাগড়া উপজেলা পরিষদ তার ভোটার সংখ্যা ১লাখ ৭৯ হাজার ৪শ ৮২ জন। পুরুষ ভোটার ৮৮হাজার ৯শ ২৫জন এবং মহিলা ভোটার ৯০ হাজার ৪শ ৮৩ জন।

এবারই প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে হবে । তৃণমূল পর্যায়ে মনোনয়ন দৌড়িয়ে এগিয়ে আছেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সস্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুনা। ১৯৯১ সালে মাগুরা মুসলিম একাডেমীর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসাবে যাত্রা শুরু করেন।১৯৯৪ সালে লোহাগড়া কলেজ ছাত্র-ছাত্রী সংসদের শ্রেণি প্রতিনিধি, ১৯৯৮ সালে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ২০০২ সালে জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং পরে জেলা ও উপজেলা যুবলীগের সদস্য নির্বাচিত হন।

এবার তিনি সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন পূরণে সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে কাজ করতে চান তিনি।

নড়াইল,উপজেলা নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close