• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিনা নোটিশে গ্যাস সরবরাহ বন্ধ, চরম ভোগান্তি

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৫ | আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯
নিজস্ব প্রতিবেদক

পাইপ লাইন মেরামতের জন্য রাজধানীর ধানমন্ডি থেকে আমিনবাজার পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোন নোটিশ ছাড়াই দুই ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ করা হয় বলে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে।

জানা গেছে, দুপুরের পর আড়ং মোড়ে গ্যাস পাইপ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আগুন লেগে দুটি যাত্রীবাহী বাস পুড়ে যায়। সেখানে ক্ষতিগ্রস্ত পাইপ লাইন মেরামত করতে সন্ধ্যা সাতটার দিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। কর্মকর্তারা জানিয়েছেন আপাতত দুই ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে। প্রয়োজনে আরও সময় লাগতে পারে। হঠাৎ গ্যাস বন্ধ করায় দুর্ভোগে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা।

অনেকে জানতেই পারেননি কি কারণে গ্যাস বন্ধ করা হয়েছে।

পিবিডি/টিএইচ

গ্যাস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close