• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চকবাজার ট্র্যাজেডি:দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৪ | আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪০
নিজস্ব প্রতিবেদক

চকবাজারে অগ্নিকাণ্ডে হতাহতদের দোয়া এবং শোক পালন করবে বিএনপি।অগ্নিকাণ্ডের ঘটনায় দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সারাদেশে বাদ জুমা মসজিদে দোয়া করা হবে।

আর পরদিন শনিবার নিহতদের স্মরণে শোক পালন করা হবে। ওইদিন নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে।

এর আগে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানান তিনি।

এছাড়াও ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক পার্টিসহ বিভিন্ন দল এ অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশে করে বিবৃতি দিয়েছে। শোক জানিয়েছে জেএসডি, কৃষক শ্রমিক জনতা লীগ, নাগরিক ঐক্যসহ অন্যান্য দলের নেতৃবৃন্দ।

পিবিডি/জিএম

চকবাজারে অগ্নিকাণ্ড,বিএনপি,যুগ্ম মহাসচিব,রুহুল কবির রিজভী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close