• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চকবাজার অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করলেন ড. কামাল

প্রকাশ:  ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২৪ | আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৭
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর চকবাজারে বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ড. কামাল চকবাজারের ঘটনাস্থলে যান। সেখানে নিহত ও অগ্নিদ্বগ্ধদ স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। সেখানে উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ও মোস্তাক হোসেন।

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক ঘটনাস্থল থেকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন।

আফ্রিক বলেন, ড. কামাল ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন- ‘২০১০ সালে নিমতলীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছিল। তখনই সিদ্ধান্ত হয়েছিল ওই এলাকায় কেমিক্যাল গোডাউন থাকবে না। কিন্তু এবারও দেখা গেলো সেই কেমিক্যাল গোডাউনের কারণে ক্ষতি ও প্রাণহানি হলো। এ বিষয়ে প্রশাসন ও সিটি করপোরেশন আগে থেকে ব্যবস্থা নিলে এ ধরণের ক্ষতি এড়ানো যেত।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, পরিদর্শনের সময় ড. কামাল বলেছেন- ‘এ ঘটনায় শুধু সরকারকে দোষারোপ করলে হবে না। সবাইকে নিয়ে দুর্যোগ মোকাবেলা করতে হবে।

পিবিডি/জিএম

জাতীয় ঐক্যফ্রন্ট,শীর্ষ নেতা,গণফোরাম সভাপতি,ড. কামাল হোসেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close