• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই!

প্রকাশ:  ০৪ মার্চ ২০১৯, ১৬:২১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মনোনয়নপত্র দাখিলের শেষদিনে আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিনের মনোনয়নপত্রের আনুষাঙ্গিক সব কাগজপত্র ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৪ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মুহুর্তে পুরো উপজেলা চত্ত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আশেপাশের উপস্থিত লোকজন এ সময় ছোটাছুটি শুরু করে। এ ঘটনায় আখাউড়াজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেন। দুপুর সোয়া ১টার দিকে আ'লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিনের মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীর পক্ষে প্রতিনিধি হয়ে জমা দিতে আসেন শেখ সানি ও মোগড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ বোরখান উদ্দিন পূর্বপশ্চিমকে জানান, মনোনয়নপত্র দাখিলের শেষদিন সোমবার তার প্রতিনিধি হয়ে শেখ সানি ও মোগড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যায়। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা শেখ সানির ওপর একদল যুবক হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই মনোনয়নপত্রের আনুষাঙ্গিক সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে ওরা দৌঁড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান পূর্বপশ্চিমকে বলেন, ছিনতাই হওয়ার ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা সিসি ক্যামেরা ফুটেজ খোঁজ করলেই তা বের হয়ে যাবে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাইয়ের বিষয়টি শুনেছেন বলে স্বীকার করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া,আ.লীগের বিদ্রোহী,মনোনয়নপত্র
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close