• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বিএসএমএমইউতে যেতে চান না খালেদা: কারা কর্তৃপক্ষ

প্রকাশ:  ১০ মার্চ ২০১৯, ১২:৫৭ | আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৫:১৯
নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়া। ফাইল ছবি

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালযয়ে (বিএসএমএমইউ) নেওয়ার কথা থাকলেও তিনি সেখানে যেতে চান না বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন।

রোববার (১০ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএসএমএমইউ হাসপাতাল প্রস্তুত করা হয়। আমাদেরও প্রস্তুতি ছিল। কিন্তু উনি বিএসএমএমইউতে যাবেন না বলে জানিয়েছেন।

এর আগে, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বলেন, কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে- বিএনপি প্রধানকে হাসপাতালে আনা হচ্ছে। তাকে বিএসএমএমইউর কেবিন ব্লকে রাখা হতে পারে।

সকালে খালেদা জিয়ার জন্য বিএসএমএমইউর কেবিন ব্লকের ৬২১ ও ৬২২ নম্বর কেবিন পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা গেছে। কেবিন ব্লকের সামনে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিট্যাবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


পিবিডি/এসএম

খালেদা জিয়া,বিএনপি,বিএসএমএমইউ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close