• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

দুই সংসদ সদস্যকে এলাকা ত্যাগের নির্দেশ

প্রকাশ:  ২০ মার্চ ২০১৯, ২০:৫৬ | আপডেট : ২০ মার্চ ২০১৯, ২১:০১
নিজস্ব প্রতিবেদক

উপজেলা নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করার দায়ে জাতীয় সংসদের রাজবাড়ী-২ আসনের সরকার দলীয় সাংসদ জিল্লুল হাকিম ও নড়াইল-১ আসনের সরকার দলীয় সাংসদ বি এম কবিরুল হককে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২০ মার্চ) এর মধ্যে কবিরুল হক ও জিল্লুল হাকিমকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার এ-সংক্রান্ত দুটি পৃথক চিঠিতে সই করেন ইসি সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান। ইসি সচিবালয় সূত্র জানায়, চিঠি দুটি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।

চিঠি থেকে জানা যায়, কবিরুল হক ও জিল্লুল হাকিম নিজ নিজ উপজেলায় নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছিলেন, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপজেলা নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না।

অবগতির জন্য দুটি চিঠির কপি জাতীয় সংসদের স্পিকার, পুলিশের মহাপরিদর্শক ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর আগে উপজেলা নির্বাচনেও ইসি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়াসহ কয়েকজন সাংসদকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল।

পিবিডি/আর-এইচ

উপজেলা নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close