• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শপথ নেবেন না বিএনপির বিজয়ীরা, ফের নির্বাচনের দাবি

প্রকাশ:  ৩১ ডিসেম্বর ২০১৮, ২০:৩৮ | আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৭:১০
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সংসদে যোগ দিচ্ছেন না একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির প্রার্থীরা। এছাড়া নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে ফের নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে দলটি।

সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমরা তো একাদশ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। নতুন নির্বাচনের দাবি করেছি। ফলে সংসদে যোগ দেওয়ার প্রশ্নই আসে না।

ফখরুল বলেন, নির্বাচনে ভীতি ছাড়া কিছুই ছিল না। এছাড়া মূল পর্যবেক্ষণদের আসতে না দিয়ে আইওয়াশ করা হয়েছে।

তিনি বলেন, অনেকের প্রশ্ন থাকতে পারে সরকারের এতো অত্যাচার, নির্যাতনের পরেও নির্বাচনে গেলাম কেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, আমরা সরকার পরিবর্তনে বিশ্বাসী তাই নির্বাচনে গেছি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, দ্রুততম সময়ে নির্বাচনের দাবিতে আমরা মাঠে নামবো। এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, তাদের এই শপথ নেওয়ার কোনও কারণ নেই।

এর আগে দুই ঘণ্টা বৈঠক করেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা। মিজা ফখরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।

/পিবিডি/আরাফাত

বিএনপি,নির্বাচন,মির্জা ফখরুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close