• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

কুমিল্লা এবার বড় দুটি মন্ত্রণালয় পেলো

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৯, ২৩:৫১
কুমিল্লা প্রতিনিধি

নতুন মন্ত্রিসভায় বড় দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন কুমিল্লার দুই বাসিন্দা। রোববার প্রকাশিত তালিকায় দেখা যায়, আ হ ম মুস্তাফা কামাল পেয়েছেন অর্থ মন্ত্রণালয় আর তাজুল ইসলাম পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব।

গত পাঁচ বছরও দুইজন পূর্ণ মন্ত্রী পেয়েছিলো কুমিল্লা। কুমিল্লা-১১ আসনের মুজিবুল হক ছিলেন রেলমন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের আ হ ম মুস্তাফা কামাল ছিলেন পরিকল্পনা মন্ত্রী। তবে এবার বাদ পড়েছেন মুজিবুল হক। তবে কুমিল্লা-৯ আসনের তাজুল ইসলাম প্রথমবারের মতো মন্ত্রী হওয়ায় নাখোশ নন কুমিল্লাবাসী।

সম্পর্কিত খবর

    প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের সব কটিতেই জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এবার পেলো বড় দুইটি মন্ত্রণালয়। ফলে, আগামী পাঁচ বছরে এলাকার উন্নয়ন আগের চেয়েও বেশি হবে বলে আশা করছেন কুমিল্লাবাসী।

    /পিবিডি/আরাফাত

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close