• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

প্রকাশ:  ২৫ মার্চ ২০১৯, ১৪:৪২ | আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৭:৪০
সাভার প্রতিনিধি

রাত পোহালেই মহান স্বাধীনতা দিবস। লাল সবুজের ইতিহাস ও মুক্তিযুদ্ধের কালের সাক্ষী ১০৮ একর জমির উপর দাড়িয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রাতের আধার পেরিয়ে রক্তিম সূর্যদোয়ের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ লাখো মানুষের ঢল নামবে এই সৌধের প্রাঙ্গণে। ফুলের চাদরে ঢেকে যাবে কংক্রিটের তৈরি শক্ত শহীদ বেদী। শ্রেষ্ট সন্তানদের বিন্রম শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করতে অপেক্ষার প্রহর গুনছে সবাই।

মহান স্বাধীনতা দিবসকে ঘিরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুতি শেষ হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বাহারি ফুলের সমারহে সেজেছে সৌধ প্রাঙ্গণ। পাশাপাশি নিরাপত্তার বিষয়ে রয়েছে সবোর্চ্চ সর্তকতা।

প্রতিবছরের মতো মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অক্লান্ত পরিশ্রম ও নিবিড় যত্নে জাতীয় স্মৃতিসৌধকে পরিস্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাহারি রংয়ের ফুলে আর আলোকসজ্জায় সাজানো হয়েছে সৌধ প্রাঙ্গণ।

স্মৃতিসৌধের পাশাপাশি সংলগ্ন মহাসড়কও নতুন করে সেজেছে রং-তুলির আচড়ে। নিরাপত্তার জন্য সৌধের ভেতরে ও বাইরে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। কয়েক হাজার নিরাপত্তা কর্মী নিয়োজিতসহ বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। প্রস্তুতি শেষ হয়েছে তিন বাহিনীর সুসজ্জিত দলের মহড়া।

স্মৃতিসৌধের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, দিবসটি ঘিরে রং তুলি, পরিস্কার-পরিচ্ছন্নতার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম জানান, বাড়তি নিরাপত্তাসহ ঢাকা জেলা পুলিশের উদ্যোগে দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসাবে থাকছে মুক্তিযুদ্ধের প্রামান্যচিত্র প্রদর্শন।

/পিবিডি/পি.এস

সাভার,জাতীয় স্মৃতিসৌধ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close