• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইরানে চলছে সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৮, ১৫:২৩
আন্তর্জাতিক ডেস্ক

প্রাচ্যের দেশ ইরানে পঞ্চম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভ চলছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ কয়েক দিনের ব্যবধানে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে।

গলফনিউজ সূত্রে জানা যায়, সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির সরকার সমর্থকদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন এবং একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সম্পর্কিত খবর

    এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রধারী বিক্ষোভকারীরা দেশটির পুলিশ স্টেশন ও সেনাঘাঁটি নিয়ন্ত্রণ নিতে হামলা চালিয়েছিল, যদিও তা প্রতিহত করা হয়। তবে এবিষয়ে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

    ইরানের প্রশাসন জানিয়েছে যে, পুলিশ স্টেশন দখলের চেষ্টাকালে অস্ত্রধারীদের গুলিতে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

    সর্বশেষ খবরে জানা যায়, এখন পর্যন্ত চার শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার অভিযান চালানোর সময় বিক্ষোভকারীদের দিকে কাদুনে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়।

    কেকে ঢাকায় আসছেন প্রণব মুখার্জি

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close