• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হটলাইন চালু দুই কোরিয়ার মধ্যে

প্রকাশ:  ০৪ জানুয়ারি ২০১৮, ১৬:১১
আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার উত্তেজনার মধ্যেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে আবারো হটলাইন চালু করেছে উত্তর কোরিয়া। প্রায় এক বছরের বেশি সময় ধরে হটলাইন বন্ধ থাকার পর ফের চালু হওয়ার ঘটনাকে বিশ্লেষকরা ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বলে জানিয়েছে রয়টার্স।

হটলাইন চালুর ঘটনায় অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও দক্ষিণ কোরিয়ার নেতৃবৃন্দ। তবে এখানে বলা প্রয়োজন যে, দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতায় এসেই উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছিলেন।

সম্পর্কিত খবর

    এদিকে দুই দেশের মধ্যে হটলাইন চালুর আগেই অবশ্য উত্তর কোরিয়া পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়ায় আগামী মাসে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক গেমসে একটি প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন কিম জং উন। ওই প্রস্তাবের পরই মূলত হটলাইন চালু হয়।

    এবিষয়ে জাতিসংঘ মুখপাত্র ফারহান হক জানান, দুই কোরিয়ার মধ্যে সংলাপের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। গুতেরেস আন্তকোরীয় যোগাযোগ চ্যানেল আবারো চালু করাকে অভিনন্দিত করেছেন।

    কেকে আমেরিকাকে বিশ্বাস করা উচিত নয়: খাজা আসিফ

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close