• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিশ্বের সবচেয়ে দামি ভদকা

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৮, ১৪:২৯ | আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৪:৪৭
আন্তর্জাতিক ডেস্ক

চুরি যাওয়া বিশ্বের সবচেয়ে দামি ভদকার (মদ) একটি খালি বোতল পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ডেনমার্ক পুলিশ কর্তৃপক্ষ। বোতলটি একটি নির্মানাধীন ভবনের ভেতরে পাওয়া যায়।

জানা যায়, ভদকার ওই বোতলটি স্বর্ণ, রৌপ্য এবং হীরে দিয়ে নির্মিত। বোতলটি কোপেনহেগেনের একটি বারে প্রদর্শনের জন্য রাখা হয়েছিল। সিসিটিভি ফুটেজ সূত্রে একজন ব্যক্তিকে ভদকার বোতলটি চুরি করতে দেখা যায়। তবে মদ না থাকলেও বোতলটি অক্ষত ছিল বলে নিশ্চিত করে পুলিশ কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর

    কোপেনহেগেন পুলিশ মুখপাত্র রিয়াদ তোবা আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপিকে জানান, ‘আমি জানি না ভদকা কি ঘটেছিল কিন্তু বোতলটি খালি ছিল। ’

    তবে ক্যাফে ৩৩ বারের মালিক ব্রিয়ান ইঙবার্গ জানান, বোতলটি খালি হলেও এর দাম এখনও আগের দামই রয়েছে। শুধু তাই নয়, তার কাছে থাকা পুরনো ভদকার কিছু অংশ আবারো ওই বোতলে ভরে রাখা হবে বলেও তিনি জানান।

    বোতলটির মুখটি রাশিয়ার ইম্পেরিয়াল ঈগলের আকৃতিতে তৈরি এবং এতে বসানো আছে একটি হীরে। রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে দেয়া উপহার ছিল এই ভদকার বোতল।

    কেকে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close