Most important heading here

Less important heading here

Some additional information here

Emphasized text
  • বুধবার, ২৩ জানুয়ারি ২০১৯, ১০ মাঘ ১৪২৫
  • ||

অভিনেত্রী সিমলার বর ২০ বছরের ছোট

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৮, ১৫:০২
বিনোদন ডেস্ক
প্রিন্ট icon

ব্যাচেলর জীবনের ইতি টেনে বিবাহিত জীবনের ইনিংস শুরু করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সিমলা। সিমলার স্বামীর নাম মাহি বি জাহান। তার বয়স সিমলার চেয়ে প্রায় ২০ বছর কম। লন্ডন প্রবাসী সিমলার স্বামী পেশায় ব্যবসায়ী।

জানা গেছে, দীর্ঘ ব্যাচেলর জীবনের ইতি টেনে গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে অবশ্য মুখ খোলেননি সিমলা।

১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন সিমলা। প্রথম ছবির এই সাফল্যে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

/সাজ্জাদ

আসিফের পর যাকে পাশে চান এভ্রিল

apps