• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

আবারো কী ঘটছে সৌদির অন্দরমহলে?

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০১৮, ২০:০২
আর্ন্তজাতিক ডেস্ক

সৌদি রাজপরিবারের অভ্যন্তরের পরিস্থিতি ফের আন্তর্জাতিক সংবাদপত্রের শিরনামে। সৌদি রাজকুমারদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে কারাগারে। তারা কি আদৌ মুক্তি পাবেন? এখন উঠছে এই প্রশ্ন। এ ঘটনায় ফের একবার নিজের শক্তি দেখালেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এ ব্যাপারে গালফ নিউজ জানিয়েছে, নিজেদের প্রাপ্য পাওনা ও ভাতা আদায় করতে বিক্ষোভ দেখাচ্ছিলেন ১১ জন রাজকুমার। পরিস্থিতি ঘোলাটে হতে পারে এমনটা ভেবেই তাদের গ্রেফতার করা হয়। এক নির্দেশে এই রাজকুমারদের অবিলম্বে প্রাসাদ থেকে সরিয়ে নিয়ে অন্ধকার কারাগারে বন্দি করা হয়েছে।

সম্পর্কিত খবর

    উল্লেখ্য, সৌদি বাদশাহ নিজে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রধান করে সম্প্রতি দুর্নীতি দমন কমিটি গঠন করেন। যুবরাজ চাইলে যে কাউকে গ্রেফতার করার এবং যে কারো উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দেবার ক্ষমতা দেয়া হয়েছে। এদিকে, সৌদি গণমাধ্যম আল-অ্যারাবিয়া জানিয়েছে, ২০০৯ সালে সৌদিতে যে বন্যা হয়েছিল এবং ২০১২ সালে মার্স ভাইরাস ছড়িয়ে পড়ার যে ঘটনা ঘটেছিল, ওই বিষয়গুলো নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close