• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সড়ক দুর্ঘটনা কমাতে চাই ‘নারী চালক'

প্রকাশ:  ২৭ জুন ২০১৮, ১৫:৩৪
পূর্বপশ্চিম ডেস্ক
ফাইল ছবি

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দূরপাল্লায় পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিকল্প চালক রাখার নির্দেশনা দিয়েছেন৷ এ নির্দেশনা বাস্তবে রূপ দেয়া কতটা সম্ভব, তা নিয়ে সন্দিহান অনেকেই৷

সড়ক দুর্ঘটনা কমাতে দূরপাল্লায় চালকদের সাথে বিকল্প চালক রাখার নির্দেশনা কার্যকর হলে দুর্ঘটনা কিছুটা হলেও কমবে বলে বিশ্বাস করেন মোর্শেদ লিখন৷ পুরনো বন্ধু আশরাফুল ইসলামও কিন্তু এই উদ্যেগটি সমর্থন করেছেন৷

বন্ধু বুলবুল হোসেনও প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সমর্থন করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘ভালো উদ্যোগ৷ এতে চালকদের কর্মসংস্থান হবে৷'' তবে তাঁর ধারণা, তা করতে গিয়ে গাড়ির মালিকরা গাড়ির ভাড়া বাড়িয়ে দেবে এবং এতে সমস্যা হবে যাত্রীদের৷

সাজেদুর রহমানের মতে, এই উদ্যেগ হয়তো কিছুটা কাজে দেবে, তবে এটা কোনো সমাধান হতে পারেনা৷

অয়ন দাসের মন্তব্য, ‘‘ভালো সিদ্ধান্ত৷'' পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন,‘‘ যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে বাণিজ্যিক গাড়ির ড্রাইভারদের জন্য লগবুক থাকে৷ এবং সেখানে তাঁরা কতক্ষণ ড্রাইভ করছেন, কতক্ষণ বিশ্রাম নিচ্ছেন তা লিপিবদ্ধ করতে হয়৷'' অন্যদিকে পাঠক রানা এ বিষয়ে কিছু প্রস্তাব দিয়েছেন৷ যেমন ‘‘আগে রোড মনিটরিং সিস্টেম করতে হবে৷ নির্দিষ্ট গতি, নির্দিষ্ট লাইনে এবং যথাযথ যোগ্যতা আছে কিনা সে ব্যাপারে খেয়াল রাখতে হবে৷ তাছাড়া ওভারটেকিং বিষয়টা মাথায় রাখতে হবে৷''

তবে পুরোপুরি ভিন্নমত পোষণ করেন বন্ধু মোহাম্মদ রাসেল৷ তিনি কিছুটা হতাশ হয়েই লিখেছেন, ‘‘কোনো লাভ নাই! এরকম হলে দুর্ঘটনা আরও বাড়বে৷ গাড়ি ড্রাইভার, না গাড়ির হেল্পার ড্রাইভ করছে, সেটাই বা মনিটর করবে কে?''

তবে মহিউদ্দিন মিলাদের মতে, দূর্ঘটনার কারণ মূলত পুরনো গাড়ি৷

পাঠক আলী হোসেন কিন্তু সড়ক দূর্ঘটনা কমাতে নারী চালকের পক্ষে মত দিয়েছেন৷ লিখেছেন, ‘‘নারী চালক চাই৷'' তাঁর ধারণা, ‘‘পুরুষ চালকরা মাদকসেবী৷''-সূত্র: ডয়চে ভেলে

সড়ক দুর্ঘটনা,নারী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close