• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

'মাহিকে উপস্থাপন করার জন্য কোনো চলচ্চিত্র নির্মাণ করছি না'

প্রকাশ:  ০৩ আগস্ট ২০১৮, ১৪:১২
বিনোদন ডেস্ক

চলচ্চিত্র পরিচালক আবুল কালাম আজাদের ‘ও মাই লাভ’ ছবিতে কাজ করছেন না মাহিয়া মাহি। আজ থেকে পূবাইলে শুটিং হাউস জান্নাতে এই ছবির শ্যুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল মাহিয়া মাহির।

ছবি থেকে মাহিয়া মাহি কেন সরে দাঁড়ালেন জানতে চাইলে সিনেমাটির প্রযোজক মুর্শেদ খান হিমেল বলেন, ‘আসলে মাহির এই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করার কথা ছিল। কিন্তু কলকাতার সাবর্নী রায়ের কাজ করার কথা শুনে মাহি আমাদের কাছে ছবির মূল চিত্রনাট্য দেখতে চান। আমরা কোনো ঝামেলা না করে উনার কাছে তা পাঠিয়ে দিই। তিনি নিজের চরিত্র পরে পছন্দ করেছেন। কিন্তু কলকাতার সাবর্নী রায়ের মোট ১২টি সিক্যুয়েন্সর মধ্যে তিনটি সিক্যুয়েন্সর ফেলে দিতে বলেন, গল্প ঘুরিয়ে নিজের ওপর নিতে চান। কিন্তু তা আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আমরা মাহিকে উপস্থাপন করার জন্য কোনো চলচ্চিত্র নির্মাণ করছি না। আমরা দর্শকদের দেখনোর জন্য সুন্দর একটি গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছি। যে কারণে একজন শিল্পীর কথায় গল্প পরিবর্তন করতে পারি না।’

এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে হিমেল বলেন, ‘আমরা বিষয়টি পরিচালক সমিতি ও শিল্পী সমিতির নেতাসহ মাহিকে নিয়ে গতকাল এফডিসিতে বসেছিলাম। মাহি জানিয়েছে, উনার কাছে আমরা যে টাকা পাই, তা তিনি ফেরত দেবেন।’

কত টাকা দেওয়া হয়েছিল জানতে চাইলে প্রযোজক বলেন, ‘মাহি ছবি চুক্তির সময় পুরো টাকা নিয়ে নেন। উনি অভিনয়ের জন্য ১০ লাখ এবং উনার ড্রেস বানানোর জন্য আরো এক লাখ টাকা নিয়েছেন। মোট ১১ লাখ টাকা। এ ছাড়া গতকাল আমাদের শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মাহি শুটিংয়ে না আসায় আমরা একদিন শুটিং করতে পারিনি। এই জন্য আমরা একদিনের ক্ষতি পূরণ দাবি করব।’

হিমেল শিল্পীদের নিয়ে আরো বলেন, ‘আমাদের দেশের শিল্পীদের নিয়ে কাজ করাটা একটু ঝামেলার। কারণ অনেকেই গল্প শুনে তা নিজের ওপর নিয়ে যেতে চান। এমন অবস্থা হলে আমরা যারা পুরাতন আছি, তাদের চলচ্চিত্র নির্মাণ একেবারেই ছেড়ে দিতে হবে। নতুন যাঁরা প্রযোজনা করতে আসছেন, তাঁরা হয়তো মাহির কথায় ছবির গল্প পাল্টাবেন। কিন্তু দর্শক তা দেখে বিমুখ হবেন এবং হচ্ছেন। অনেক শিল্পীই আছেন, যাঁরা এমন আচরণে হারিয়ে যাচ্ছেন। আমরা চাই শিল্পীদের নিয়ে কাজ করতে গল্পের প্রয়োজনে।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে পরিচালক সমিতির মহসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আমরা গতকাল মাহিকে ডাকিয়েছিলাম, তাঁর সঙ্গে প্রযোজকসহ বসে সমাধান করে দিয়েছি। মাহিরও কয়েক দিন শিডিউল নষ্ট হয়েছে। সব মিলিয়ে একটা ক্ষতিপূরণ নিয়ে তিনি বাকি টাকা ফেরত দিয়ে দেবেন।’

শিল্পীর কথায় গল্প বদল করাটা কতটা যুক্তিযুক্ত জানতে চাইলে খোকন বলেন, ‘আসলে এমনও হয় যে ছবি শুরু করার আগে গল্প শোনানো হয়েছে, যা পরে চিত্রনাট্যের সঙ্গে মেলে না। এমন হলে বিষয়টি ঠিক নয়। তা ছাড়া মাহি আগেই জানিয়েছিলেন, একক নায়িকা ছাড়া কোনো ছবিতে তিনি অভিনয় করবেন না। এই ছবিতে কলকাতার আরেক শিল্পী অভিনয় করায় মাহি এমন করেছেন।’

বিষয়টি নিয়ে মাহির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁকে বারবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। এর আগে ‘পলকে পলকে তোমাকে চাই’ শুটিংয়ের সময় মাহির শিডিউল নিয়ে বিপাকে পড়েন পরিচালক শাহনেওয়াজ শানু। পরিচালক সমিতির মধ্যস্ততায় শেষে শুটিং করেন তিনি।

‘ও মাই লাভ’ ছবিতে কলকাতার সাবর্নী রায় ছাড়াও অভিনয় করছেন রিধিশ চৌধুরী। ছবিটি এক্সেল ফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে। - এনটিভি

/এ আই

মাহিয়া মাহি,ও মাই লাভ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close